ঢাকার দেয়ালে দেয়ালে গ্রাফিতি; রংতুলির আঁচড়ে ফুটছে বিপ্লবের রঙ | Graffiti Art | Jamuna TV



source

35 thoughts on “ঢাকার দেয়ালে দেয়ালে গ্রাফিতি; রংতুলির আঁচড়ে ফুটছে বিপ্লবের রঙ | Graffiti Art | Jamuna TV

  1. দেশটা নতুন করো ভাই কিন্তু কারেন্টা দিয়ে দেও প্লিজ এত লোডশেডিং সয্য করা যাচ্ছে না

  2. শুধু ঢাকা শহরের মধ্যেই বাংলাদেশ সীমাবদ্ধ না বাংলাদেশের ৬৪ জেলার দিকেও নজর দিয়েন এখানে উশৃঙ্খলার শেষ নেই শুধু শহর সাজালে তো হবে না গ্রামগুলোও সাজাতে হবে

  3. রাস্তা সহ দেশের প্রতিটা ইন্চি যেন য়ে কোন আবর্জনা থেকে মুক্ত রাখার অনুরোধ করছি প্রতিজন ভাই ও বোনদের নিকট

  4. মেয়ে রা যদি বিয়ের পর এই রকম একাটু কাজ করত তা হলে আজ বাংলাদেশে এত বিয়ে বাংতনা।।।😭😭😭
    আর ছেলেরা,,,
    বাবকে এই বাবে কাজে সাহায্য করলে আজ বাব এত কষ্ট করত না।।।

  5. আমাদের মেরামত করুন দেশ এমনিতেই সুন্দর হবে মানুষের জীবনে রংনেই আর আপনার দেয়াল নিয়ে আছেন

  6. এত কিছুর খরচ কে দিচ্ছে উদের ওরা স্টুডেন্ট ওদের কাছে এত টাকা কোথা থেকে আসে

  7. শুধু মুগ্ধ আর আবু সাঈদ এর নাম লিখলে হবে না।না জানা আরও অনেক শহিদ হয়েছেন।তাদের নাম ও লিখতে হবে।

  8. আসসালামুয়ালাইকুম মাদ্রাসার ছাত্ররা যে দেওয়ালিকা অঙ্কন করেছে তাকি আপনাদের মত মিডিয়াগুলো চোখে দেখে না নাকি না পড়াতে পারার কারণে আপনারা সেগুলো না বুঝার কারণে এগুলো নিউজ হচ্ছে না নাকি বৈষম্য আপনাদের মধ্যেই এখনো রয়ে গেছে।

  9. ❤সবার কাছে অনুরোধ শিক্ষার্থীদের❤ আঁকা যেন যত্ন করা হয় দেওয়ালে কেউ যেন পোস্টার না লাগায় 🙏🙏

  10. প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আপনারা বাংলাদেশকে ঢেলে সাজাচ্ছেন খুবই ভালো লাগছে এবং ভাই-বোনদের প্রতি অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা সিনেমা ও শ্রদ্ধা রইল। এরপরও একটা দুঃখের কথা আপনাদের জানাতে চাই বাংলাদেশের এখনো অনেক জায়গাতে নিরীহ কিছু মানুষ হয়রানি শিকার হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ভয়াবহ অবস্থা এই নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষের পাশে দাঁড়ান বিশেষ করে বিএনপি নামক যে একটি দল ছিল তারা অনেক মানুষের চাঁদাবাজি এবং মারধোর চালিয়ে যাচ্ছে আপনাদের সদয় দৃষ্টি চাচ্ছি।

  11. ধূমপান

    " ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক
    ছাত্র জনতা গর্জে ওঠো "

    দেয়ালে দেয়ালে লিখা হোক,

    " ধূমপান বিষপান বিষপান হারাম "

    " নিকোটিন নয় প্রোটিন গ্রহণ করুন
    ধূমপান বর্জন করুন "

    কারণ
    ধূমপান মাদকাসক্তির প্রথম সোপান।

  12. আরবি ক্যালিগ্রাফি টা যে মুছে দিল সেটা নিয়ে তো কোন নিউজ করলেন না আপনারা নাকি আপনারাও দালাল মিডিয়া হয়ে গেছেন এখন যে জায়গায় বলা হইতেছে বৈষম্যই নাই সেই জায়গায় কিভাবে একজন মাদ্রাসার ছাত্রকে শিবির ভারতীয় জাতীয় ধরনের অকথ্য ভাষায় গালাগালি করা হয় নাকি যমুনা টিভি এখন দালাল টিভি হয়ে গেল

Comments are closed.